খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে জমজমাট লড়াইগুলোর মধ্যে লন্ডন ডার্বি অন্যতম। মৌসুমের শুরুতে এই প্রথম মুখোমুখি হচ্ছে লন্ডনের অন্যতম সেরা দুই ক্লাব চেলসি ও আর্সেনাল। এই দুই দল মুখোমুখি হলে দলীয় উত্তাপ ছাড়িয়েও বিশ্বসেরা দুই কোচ হোসে মরিনহো ও আর্সেন ওয়েঙ্গারের মধ্যে দারুণ এক লড়াইয়ের উপলক্ষ তৈরি হয়। ইংলিশ লিগে গত মৌসুমের চ্যাম্পিয়ন মরিনহোর ক্লাব চেলসি। কিন্তু চলতি মৌসুমে তার অধীনে সর্বশেষ ৫ ম্যাচের মাত্র একটিতে জিতে পয়েন্ট টেবিলের ১৭তম অবস্থানে রয়েছে ব্লুজরা। তা ছাড়া লিগের প্রথম ম্যাচে ক্লাবের মহিলা ডাক্তারের সঙ্গে অশ্লীল বাক্য বিনিময়ের জন্য শাস্তি চোখ রাঙ্গাচ্ছে পর্তুগিজ এই কোচকে। এমন এক পরিস্থিতিতেই আজ চিরপ্রতিদ্বন্দ্বী কোচ ওয়েঙ্গারের মুখোমুখি হচ্ছেন স্ব-ঘোষিত এই নাম্বার ওয়ান। চেলসির বিপক্ষে আর্সেনালের অতীত রেকর্ড খুব একটা ভালো নয়। সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ ২৯ ম্যাচে মাত্র চারবার চেলসিকে হারানোর স্বাদ পায় গানাররা। প্রিমিয়ার লিগের সর্বশেষ সাত ম্যাচেই চেলসিকে হারাতে পারেনি ওয়েঙ্গারের দল। দুই জনের মধ্যে দা-কুমড়া সম্পর্ক হলেও মরিনহোর বিপক্ষে ওয়েঙ্গারের রেকর্ড আরো বাজে। চেলসি কোচের বিপক্ষে ১৪ বারের সাক্ষাতে মাত্র একটি জয় নিয়ে মাঠ ছাড়েন আর্সেন ওয়েঙ্গার, তা-ও সেটি গত মাসের কমিউনিটি শিল্ডের ফাইনালে। তবে চেলসির বর্তমান বাজে পরিস্থিতি দারুণ একটি সুযোগ কাজে লাগাতে পারে বর্তমানে লিগ টেবিলের চতুর্থ স্থানে থাকা গানাররা।