Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
59জন্মলগ্ন থেকেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা জারি আছে ভারত-পাকিস্তানের। তবে রাষ্ট্রীয় বৈরিতা থাকলেও খেলাধুলা, বিশেষত ক্রিকেটের মাধ্যমে প্রায়ই মিলন ঘটেছে প্রতিবেশী দুই দেশের। কিন্তু ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে ক্রিকেটাঙ্গনেও ঠাণ্ডা যুদ্ধ শুরু হয়েছে পাক-ভারতের। ভারতের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আইপিএলে খেলার সুযোগ পান না পাকিস্তানের ক্রিকেটাররা। অনেক চেষ্টা করেও একটা দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেটের উন্নয়নের জন্য ভারতের পেছনে ছোটার কোনো যৌক্তিকতা পাচ্ছেন না পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহীদ আফ্রিদি। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে দুইটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচের একটা পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের তৎপরতা চালাচ্ছে পিসিবি। এ মাসের শুরুতে ভারতের কাছে প্রস্তাব পাঠিয়ে আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে তারা। কিন্তু আশাব্যঞ্জক সাড়া মিলছে না ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে। বারবার একইভাবে ভারতের পেছনে ছোটার ব্যাপারটি একেবারেই মানতে পারছেন না পাকিস্তানের জনপ্রিয় অলরাউন্ডার আফ্রিদি। সম্প্রতি তিনি বলেছেন, ‘আমি বুঝতে পারছি না যে আমরা কেন ভারতের পেছনে ছুটছি। আরো অনেক বড় বড় দল আছে যাদের বিপক্ষে আমরা খেলতে পারি। আমরা ভারতকে অনেকবার খেলার আহ্বান জানিয়েছি। কিন্তু তারা যদি না খেলতে চায় তাহলেও কিছু যায় আসে না। আমরা খুশিই আছি।’ ২০১২ সালে ভারত সফরে গিয়ে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলেছিল পাকিস্তান। কিন্তু তারপর থেকে আর কোনো দ্বিপক্ষীয় সিরিজ আয়োজিত হয়নি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে। ভারতের পেছনে ছোটার বিরোধিতা করলেও দুই দেশের ক্রিকেটপাগল মানুষ যে পাক-ভারত ক্রিকেটীয় দ্বৈরথ দেখার জন্য উন্মুখ হয়ে থাকে সেটা স্বীকার করে নিয়েছেন আফ্রিদি, ‘দুই দেশের মানুষই পাক-ভারত সিরিজ দেখতে চায়। কারণ এটা অ্যাশেজের চেয়েও বড় কিছু। পাকিস্তান কঠিন সময়গুলোতে সবসময়ই ভারতকে সমর্থন দিয়েছে। কিন্তু আমি জানি না ভারতীয় সরকার কী সিদ্ধান্ত নেবে। আর পাক-ভারত সিরিজ তাদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।