Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
68সিরিয়ার ইদলিবে ৫৬ সেনাকে হত্যা করেছে বিদ্রোহীরা। প্রধানত ইসলামপন্থী বিদ্রোহীদের একটি জোট তাদের হাতে ধরা পড়া ৫৬ জন সরকারি সৈন্যকে একসাথে হত্যা করেছে। আল-কায়েদাসংশ্লিষ্ট বিদ্রোহী সংগঠন নুসরা ফ্রন্টও এই জোটের সদস্য বলে জানা গেছে। তাদের হাতে ইদলিবের সবশেষ সরকারি-নিয়ন্ত্রণাধীন ঘাঁটিটির পতনের পর ওই সেনারা ধরা পড়ে। এরপর কয়েকদিন আগে আবু আল-দুহুর বিমানঘাঁটিতে গুলি করে তাদের ‘গণ-মৃত্যুদণ্ড’ কার্যকর করা হয়। একটি সিরীয় মানবাধিকার সংগঠন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। ‘বিজয়ের সেনা’ নামের এই বিদ্রোহী জোট দু’বছর ধরে বিমান ঘাঁটিটি অবরোধ করে রাখার পর শেষ পর্যন্ত তা দখলে নিতে সক্ষম হয়। এটাই ছিল ইদলিব প্রদেশে সরকারের নিয়ন্ত্রণাধীন শেষ ঘাঁটি। এর ফলে ইদলিব প্রদেশের প্রায় পুরো এলাকাই এখন এই বিদ্রোহী-জোটের নিয়ন্ত্রণে চলে গেল।