Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
75সময়োচিত পদক্ষেপের কারনে দেশের আর্থিক খাত বর্তমানে সুদৃঢ় অবস্থানে এসেছে। এমন দাবী করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, আমরা সাড়ে ছয় শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছি। চলতি অর্থবছরে সাত শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন আশা করছি। আমাদের আমদানি বেড়েছে ৭৫ শতাংশ এবং রপ্তানি বেড়েছে দ্বিগুন। বর্তমানে আমাদের ১৫ বিলিয়নের উপরে রেমিটেন্স রয়েছে। শনিবার রাজধানীর মিরপুরে বি আইবিএম ভবনের আয়োজনে বাংলাদেশ ব্যাংকের ২০১৫-২০১৯ মেয়াদের কৌশলগত পরিকল্পনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গভর্ণর আরো বলেন, টেকসই উন্নয়নের জন্য অন্তর্ভুক্তি মূলক অর্থায়নের উপর গুরুত্ব দিয়ে দ্বিতীয় কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। যে পরিকল্পনায় ১৪টি কৌশল এবং মধ্যম ও দীর্ঘ মেয়াদে ৩২০টি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে কেন্দীয় ব্যাংকের উর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন