খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরো দুই থেকে তিন দিন হালকা থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ধীরে ধীরে নিম্নচাপে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। লঘুচাপের ফলে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বিরাজ করছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা-ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে আরো বলা হয়, লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত আগামী দুই থেকে তিন দিন অব্যাহত থাকবে। আগামীকাল বৃষ্টিপাত কমে যেতে পারে। তবে ২৩ সেপ্টেম্বর ভারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে, সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে কর্মজীবী মানুষকে বিপাকে পড়তে হয়েছে।