Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
63এবারের ঈদে ঘরমুখো মানুষের সুষ্ঠু ও সুন্দর যাতায়াত নিশ্চিত করা সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ বছর টানা বর্ষণের কারণে মহাসড়ক বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনও হচ্ছে। এমনও অনেক জায়গা রয়েছে যেখানে আমরা ছয়বারেরও বেশি সংস্কার কাজ করেছি। রাজধানীর গাবতলীর আন্তজেলা বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সোমবার দুপুর ২টার দিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, এবার রাস্তা খারাপ থাকার কারণে মহাসড়কের কোথাও কোথাও গাড়ি স্লো (ধীর গতিতে) চলতে পারে, কিন্ত কোথাও স্টপ (বন্ধ) হবে না। ওবায়দুল কাদের আরও বলেন, এবার তিনটি বিষয়ের ওপর আমরা খুব কঠোর অবস্থান নিয়েছি। মহাসড়কে দূরপাল্লার বাসের ওভার টেকিং, ওভার স্পিড ও ওভার লোডিং করা যাবে না। তিনি বলেন, প্রত্যেক বছর আমরা যে লাশের পাহাড় দেখি, এই ঈদ থেকে তা আর দেখতে চাই না। ওবায়দুল কাদের বলেন, আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরের তিন দিন মহাসড়কে ট্রাক, লড়ি ও কাভার্ড ভ্যানের মতো ভারী যানবাহন বন্ধ থাকবে। সেতুমন্ত্রী বলেন, আশা করি, এবার দুর্ঘটনার হার অনেক কমে যাবে। কারণ, মহাসড়কে স্লো গতির থ্রি-হুইলার বন্ধ করে দেওয়ার পর সহাসড়কে এখন আর দুর্ঘটনার খবর শোনা যায় না।