Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
74পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে কনফারেন্সের আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। ৩ সেশনের কনফারেন্সটি বিকাল সোয়া ৩ টায় শুরু হবে ও শেষ হবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। কনফারেন্সের বিভিন্ন দিক তুলে ধরতে গতকাল রোববার ডিএসই কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস বিফিংয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা এসব তথ্য জানান। এসময় আরো উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক রুহুল আমিন, চীফ রেগুলেটর অফিসার এ কে এম জিয়াউল হাসান খান প্রমুখ। স্বপন কুমার বালা বলেন, কনফারেন্সের প্রথম সেশন মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় সেশনে ডেট সিকিউরিটিজ ও তৃতীয় সেশনে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের বিষয়ে আলোকপাত করা হবে। এছাড়া লিস্টিং নিয়ে আলোচনা করা হবে। আশাকরি সেখান থেকে কিছু ফিডব্যাক পাওয়া যাবে। যা পরবর্তী সময়ে ডিএসইর বোর্ড সভায় উপস্থাপন করা হবে। দেশের বিদ্যুত খাতের অর্থায়ন নিয়ে ডিএসই কাজ করছে বলে জানান স্বপন কুমার বালা। তিনি বলেন, এর আগে সরকারী কোম্পানিগুলো শুধুমাত্র সরাসরি তালিকাভুক্ত হতে চাওয়ায় অর্থায়ন বাধাগ্রস্থ হয়েছে। তবে এবার বন্ড, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও পূণঃগণপ্রস্তাবের (আরপিও) মাধ্যমে টাকা উত্তোলনের পদ্ধতি নিয়ে কাজ হচ্ছে। তিনি আরও বলেন, সরকারি বিদ্যুৎ কোম্পানিগুলো পুঁজিবাজার থেকে দুই পদ্ধতিতে টাকা তুলতে চায়। আর এজন্য একটি কমিটি গঠন করেছে সরকার। একটি হলো বন্ড ইস্যু, অন্যটি বাজারে তালিকাভুক্ত করার মাধ্যমে। তবে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য উপাত্য দেওয়ার জন্য একটি কমিটি করেছে অর্থমন্ত্রণালয়। তিনি বলেন, এই কমিটিকে ৩৫ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গঠিত কমিটির সর্বশেষ বৈঠক হয়েছে গত ৭ সেপ্টেম্বর। ওইদিন থেকে ৩৫ কার্যদিবস গণনা হবে বলে জানান স্বপন কুমার বালা। ডিএসইর এমডি বলেন, আমাদের বাজারে প্রায় ৩১ লাখ বিনিয়োগকারী রয়েছেন। যার বেশিভাগেরই পুঁজিবাজার সম্পর্কে নি¤œমানের জ্ঞান নেই। এদের বাজার বিষয়ে সচেতন করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ডিএসই যা ভবিষ্যতে অব্যাহত থাকবে।