খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে প্রায় শতাধিক ট্রলার ডুবে অন্তত ২শতাধিক জেলে-মাঝিমাল্লা নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে নিখোঁজ জেলেদের স্বজন ও ফিরে আসা জেলেরা। এদিকে, মংলা বন্দরের হিরণপয়েন্ট, ফেয়ারওয়ে বয়া ও দুবলার চর সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় থাকা ১০৩ জন জেলেকে পৃথক অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে নৌ বাহিনী, কোস্ট গার্ড ও র্যাব-৮ এর সদস্যরা। উদ্ধারকৃতদের সোমবার বিকেলে মংলায় আনা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড। তবে উদ্ধার হওয়া জেলেরা এখন সুস্থ স্বাভাবিক আছে বলেও জানায় কোস্টগার্ড। কোস্টগার্ডের পশ্চিম জোন’র (মংলা) অপারেশন অফিসার লে. এ এম রাহাতুজ্জামান জানান, রোববার ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের বিভিন্নস্থানে বেশ কিছু মাছ ধরার ট্রলার ডুবে যায়। এতে অনেক জেলে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিভিন্ন এলাকায় অভিযান চালায় নৌবাহিনী ও কোস্টগার্ড। হিরণপয়েন্ট থেকে নৌবাহিনী ২৫ জেলে ও ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে কোস্টগার্ড ৫০ জেলে ও সুন্দরবনের মেহেরআলী চর সংলগ্ন সাগর থেকে ২৮ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে র্যাব-৮। র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবির জানান, সুন্দরবনের মেহেরআলীর চরে অবস্থিত র্যাব-৮ এর অস্থায়ী ক্যাম্পের সদস্যরা সাগর হতে জেলেদের উদ্ধার করে ক্যাম্পে এনে তাদের চিকিৎসা সেবা ও খাবারের ব্যবস্থা করে সুস্থ করে তোলে। এছাড়া তাদেরকে নিজ নিজ এলাকায় পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। তিনি আরো জানান, নিখোঁজ জেলে ও ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে র্যাব সদস্যরা তাদের অভিযান অব্যাহত রেখেছে। তবে তার জানা মতে চরদুয়ানীর নুর ইসলামের ট্রলারের ৩ জেলে এখনও নিখোঁজ রয়েছে। এদিকে, শরণখোলার খোন্তাকাটা গ্রামের নিখোঁজ জেলে পরিবারের স্বজন মো: জাহাঙ্গীর ও হারুন আকন নিখোঁজদের খুজতে মংলা এসে বলেন, এফবি মায়ের দোয়া নামের মাছ ধরার ট্রলার ডুবে ১৩ জেলে গত ৩দিন ধরে নিখোঁজ রয়েছে। এসময় তারা বলেন, গত ২দিনে সাগরে প্রায় শতাধিক ট্রলার ডুবে গেছে। তবে নিখোঁজের সংখ্যাও ২ শতাধিকের বেশি বলে তারা ফিরে আসা জেলেদের মাধ্যমে জানতে পেরেছেন বলে দাবি করেন।