খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
ধর্মগুরু আশারামের ছেলে নারায়ণ সাই নারী ভক্তদের সম্মোহিত করে দৈহিক সম্পর্ক স্থাপন করত। এভাবে বহু নারীকে গর্ভবতী করেছে আশারামের ছেলে নারায়ন সাই। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে ইন্দোরের খাজরানা পুলিশ স্টেশনে পুলিশের কাছে এসব বলেন আশারামের ছেলের বউ জানকি।
পুলিশের কাছে আশারামের ছেলের বউ তার সাবেক স্বামী নারায়ণ সাইয়ের বিরুদ্ধে বলেন, ২২ মে ১৯৯৭ সালে তাদের বিয়ে হয়। এরপর অন্য নারীদের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তার স্বামী নারায়ণ সাই। দিনের পর দিন তিনি এসব নিয়ে মানসিক নির্যাতনের শিকার হোন। এসবের প্রতিবাদ করতে গেলে নারায়ণ সাই তাকে হুমকি দিয়ে চুপ থাকতে বলেন।
জানকি আরও বলেন, নারায়ণ সাই তার ভক্তদের ধর্মীয় ভণ্ডামির দ্বারা আকৃষ্ট করেন। পরে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাদেরকে গর্ভবতী করে ফেলেন। জানকি বলেন, নারায়ণ সাই বেশ কয়েকবার তাকে সম্পর্ক ছিন্ন করে ফেলার হুমকি দিয়েছিলেন। নারায়ণ সাই রাজস্থানের এক ভক্তকে বিয়ে করবেন বলে জানিয়েছিলেন। সেই কথা মত কাজ করেছেন নারায়ণ সাই। রাজস্থানে সেই নারীর ঘরে এক অবৈধ সন্তান আছে, যার পিতা নারায়ণ সাই।