খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
চলতি শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার সন্দেহে রংপুরে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। মঙ্গলবার বিকালে রংপুরে র্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার মেজর আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রংপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককরা মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসে বিভিন্ন পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বলে জানান ওই কোম্পানি কমান্ডার।