খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
রামপাল বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে বিদেশি তিন কোম্পানি। আজ মঙ্গলবার এ সংক্রান্ত দরপ্রস্তাব জমা দেয় কোম্পানি তিনটি। ঢাকায় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বি আইএফপিসিএল) কার্যালয়ে তিন কোম্পানির প্রতিনিধিরা দরপ্রস্তাব জমা দেন। দুটি প্রতিষ্ঠান যৌথভাবে এবং একটি এককভাবে দরপ্রস্তাব জমা দিয়েছে। যৌথভাবে দরপ্রস্তাব জমা দিয়েছে জাপানের ‘মারুবেনি করপোরেশন’ ও ভারতের ‘লারসর এ-টুবরো লিমিটেড’। এছাড়া চীনের ‘হারবিন ইলেকট্রিক কোম্পানি লি.’ ‘ইটিইআরএন’ ও ফ্রান্সের আলসটম রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে আগ্রহী দেখিয়ে যৌথভাবে দরপ্রস্তাব জমা দেয়। আর এককভাবে দরপ্রস্তাব জমা দিয়েছে ভারতের হেভি ইলেক্ট্রিক্যালস্ লিমিটেড (ভেল)। বি আইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ইউ কে ভট্টাচার্য বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য এটি একটি শুভ খবর। আশা করা হচ্ছে, নির্দিষ্ট সময়েই এ কেন্দ্র উৎপাদনে আসবে।’ আগ্রহী কোম্পানির সঙ্গে আগামী জানুয়ারির মধ্যে চুক্তি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইউ কে ভট্টাচার্য বলেন, ‘বিশ্বের নামী কোম্পানিগুলোই এই কেন্দ্র করার জন্য দরপ্রস্তাব দাখিল করেছে। এরা পরিবেশের ক্ষতি করে কোনো কাজ করবে না। পরিবেশের ক্ষতি না করেই এই কেন্দ্র করা হবে। আর যে কোম্পানি কারিগরি বিষয় ঠিক রেখে সর্বোচ্চ কম দর দিয়েছে তাদেরকেই কাজ দেয়া হবে।’ উল্লেখ্য, গত ১৫ ফেব্র“য়ারি রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। দরপত্র জমা দেয়ার শেষদিন ছিল ১৮ মে। পরে তা বাড়িয়ে ১৮ জুলাই করা হয়। পরে আরও দুই মাস বাড়িয়ে ২২ সেপ্টেম্বর করা হয়।