খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
আপনি যে কাজটা করছেন একটা রোবট কি সেই কাজটি শিখে ফেলতে পারে। তাহলে আপনাকে একদিন চাকরি হারাতে হবে। হ্যা! এই প্রশ্নটা সাথে ভয় বহুদিনের। আগেকার দিনের মতো এখন আর রোবটকে খাঁচায় বন্দি করা যায় না। এই যন্ত্রটি এক সময় মানুষকে চাকরি দিত। কিন্তু এখন প্রতিদিনের কাজকর্মে চোখে পড়ে মানুষের পাশাপাশি দাঁড়িয়ে কাজ করছে এই রোবট এবং কেড়ে নিচ্ছে পাশের মানুষের চাকরি। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, রোবটের কারণে হুমকির মুখে পড়েছে মানুষের চাকরি। এক তৃতীয়াংশরও বেশি কাজ এই অটোমেশনের কারণে চলে যেতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়বে স্বল্প দক্ষতার চাকরি যারা করেন সেই সব পেশার লোকেরা এবং কম বেতনের চাকরি যারা করেন তারাও। তবে যেসব কাজ কম্পিউটারের মাধ্যমে করা সম্ভব নয় সেসব কাজে মানুষের চাহিদা ও দাম উভয়ই বাড়বে। যুক্তরাজ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যাক্টিভ এট রোবর্টস এর অ্যাš’নি লাবডেল বলেন, সবকিছুতে যেভাবে অটোমেশনের কাজ চলছে সেকারণেই এরকম ঝুঁকি তৈরি হয়েছে। চাকরি-বাকরি অন্যত্র চলে যাচ্ছে, যেমন চীন ও ভারতে। মানুষজন যেভাবে কাজ করছে তাতে এখন নতুন করে ভাবতে হবে। কাজের ক্ষেত্রে তার উপযোগিতা ধরে রাখতে হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল অক্সবোড গবেষণা করে দেখেছেন, কোন ধরণের পেশা এই রোবটের কারণে হুমকির মুখে পড়তে পারে। কম্পিউটারকে যেভাবে কাজ করতে সেখান হয় সেভাবে সে বিস্তৃত পরিসরেই কাজ করতে পারে। আগের চাইতে এখন সেটা আরও বিস্তৃতভাবে প্রসারিত হয়েছে। এর ফলে শুধু মানুষের শ্রমই ঝুঁকির মধ্যে পড়েনি মানুষের মন মানসিকতায়ও পরিবর্তন এসছে।