Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
36বিদেশি কোম্পানিকে চীনে বিনিয়োগে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, বিদেশি বাণিজ্য ও অর্থনৈতিক পুনর্গঠনের জন্য চীনের দরজা খেলা। গত শুক্রবার এক সাক্ষাৎকারে বিবিসির যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জেমস কুককে এসব কথা বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ের সাইবার হামলায় যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন শি জিনপিং। জাতিসংঘের সাধারণ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল মঙ্গলবার এয়ার চায়নার একটি বিশেষ বিমানে ওয়াশিংটনের সিয়াটল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এটি যুক্তরাষ্ট্রে তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর। বিমানবন্দরে জিনপিং ও চীনা ফার্স্ট লেডিকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নররা। পরে দুই দেশের গভর্নর ফোরামের একটি পূর্বনির্ধারিত সম্মেলনে যোগ দেন চীনা প্রেসিডেন্ট। জ্বালানি সহযোগিতা এবং নবায়নযোগ্য জ্বালানিপ্রযুক্তি বিনিময়-সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় সেখানে। জাতিসংঘের এই সাধারণ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায়, বিশেষ করে কার্বন নির্গমন কমানোর বিষয়ে আলোচনায় অগ্রগতি হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শি জিনপিং ২৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসের মধ্যাহ্নভোজে যোগ দেবেন। ২৮ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ সম্মেলনে বক্তব্য রাখবেন। সেখানে তিনি সাইবার নিরাপত্তা ও অর্থনৈতিক পুনর্গঠন নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবেন বলে মনে করা হচ্ছে।