Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
53একদল ঘিরে ধরে রয়েছে এক তরুণকে। তাকে জড়িয়ে ধরছে। উৎসাহ দিচ্ছে। কিন্তু ওই তরুণ তখন বিহ্বল। কাঁদছেন। বারবার বলছেন, ‘এটা আমি পারব না, আমার ভয় লাগছে’। কিন্তু তার কথা শুনছে কে! জোর করে তাকে তুলে দেওয়া হল একটি গাড়িতে। আসলে সেই গাড়িটি বিস্ফোরকে বোঝাই। আর ওই তরুণ একজন জিহাদি। সিরিয়ায় আল কায়দার ঘনিষ্ঠ গোষ্ঠীর হয়ে লড়াইয়ের জিহাদি ওই উজবেক তরুণ জাফর-অল-তায়ার। সিরিয়ার ইদলিব প্রদেশের শিয়া অধ্যূষিত শহর ফুয়ায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর দায়িত্ব পড়েছিল জাফরের ওপর। কিন্তু চূড়ান্ত নাশকতার আগে কান্নায় ভেঙে পড়লেন আত্মঘাতী বোমারু জাফর। সেই ঘটনা ধরা পড়ল ভিডিওতে। ভিডিও দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে, আত্মঘাতী বিস্ফোরণ ঘটাতে তিনি একেবারেই আগ্রহী নন। তিনি বার বার তার আত্মীয়স্বজনদের আলিঙ্গন করছেন। কিন্তু নাছোড়বান্দা অন্য জিহাদিরা। তারা বলছে, ‘জাফর ভাই, কোনও ভয় নেই। ভয় পেলে আল্লাকে মনে করো। কিন্তু জাফর বলছেন, আমার ভয় লাগছে, আমি পারব না। তাকে গাড়িতে তুলে দেওয়া হয়। বেশ কিছু দূর গিয়েই গাড়িতে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। ধোঁয়া আর ধুলোয় ঢাকা আকাশ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না।