খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
সৌদি আরবের মিনায় পদপৃষ্ট হয়ে হাজিদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি শোক সম্পপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। বৃহস্পতিবার চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকতা শামসুদ্দিন “িার বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার মিনায় অন্তত ৩১০ জন হাজি মারা গেছেন এবং আহত হয়েছে প্রায় ৪ শতাধিক হাজি। সৌদি গেজেট এ খবর দিয়ে বলছে পদপৃষ্ট হয়ে নিহত হাজির সংখ্যা আরো বাড়তে পারে। সৌদি আরবের সিভিল ডিফেন্স বলছে মিনায় এ ঘটনা ঘটে। প্রাথমিক খবরে বলা হয়েছিল মিনায় শয়তানের উদ্দেশ্যে পাথর ছুড়ে মারার সময় হাজিদের ভিড়ে এক পর্যায়ে এ ঘটনা ঘটে। কিন্তু এরপর বলা হয় মিনায় প্রতীকি শয়তানের উদ্দেশ্যে পাথর মারার জন্যে হাজিরা অগ্রসর হওয়ার সময় জামারাত সেতুর কাছে পৌঁছালে পদপৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটে। আল-আরাবিয়া নিউজ চ্যানেলের সংবা“াতা আব্দুল রহমান আল কাশেমি জানান, জামারাত সেতুর কাছে ২০৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।