Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
62হজ পালনকালে মিনায় প“লিত হওয়ার ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এক শোক বার্তায় রাষ্ট্রপতি এই দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প“লিত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী দুর্ঘটনায় নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শেখ হাসিনা আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন এবং বাংলাদেশী হজ্বযাত্রীদের ব্যাপারে খোঁজখবর নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, পবিত্র হজ পালনকালে প“লিত হয়ে নিহতদের সংখ্যা কমপক্ষে ৭১৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন কমপক্ষে সাত শতাধিক।