খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
জাতিসংঘে সাধারণ পরিষদে ভাষণ দিতে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নিউইয়র্কে একই হোটেলে অবস্থান করলেও তাদের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে না। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র দফতর এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে। খবর জি-নিউজের। এর আগে বলা হয়েছিল জাতিসংঘে ভাষণ দেয়ার এক ফাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বৈঠক হতে পারে। দুই নেতার সঙ্গে হোটেলে করমর্দন হবে কিনা। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র দফতরের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, এমনটা হলে আপনারা তা দেখতে পারবেন। আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নিউইয়র্কের ওয়ালডর্ফ এস্টোরিয়াতে উঠবেন।