খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
ঢাকা সিটি করপোরেশনের পক্ষ থেকে ৩২৪ টি নির্ধারিত স্থানে কোরবানি বাধ্যতামূলক করা হলেও নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া হচ্ছে না। কোরবানি দাতারা নিজ নিজ পছন্দনীয় স্থানেই কোরবানি দিচ্ছেন।
ঢাকা সেগুন বাগিচা ও পুরান ঢাকার কোরবানিদাতারা রাস্তা ও বাসাা বাড়ির সামনে কোরবানি দিচ্ছেন।
ঢাকা সিটি করপোরেশনের পক্ষ থেকে নির্দিষ্ট স্থানে সামিয়ান টাঙ্গানো হয়। সেই সঙ্গে বর্জ্য ফেলার জন্য প্রত্যেককে একটি করে পলিথিনও দেওয়া হয়। এগুলো উপেক্ষা করেই কোরবানির কাজ সম্পাদন করা হচ্ছে।
এ ছাড়া সিটি করপোরেশনের পক্ষ থেকে কসাই নিয়োগ দেওয়ার কথা থাকলেও সিটি করপোরেশনের পক্ষ থেকে নির্দিষ্ট স্থানে কোন কসাইয়ের উপস্থিতি দেখা যায়নি। ব্যক্তিগত কসাই ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন কোরবানি দাতারা।
তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন ওয়ার্ড কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য জানান, আপাতত নির্দিষ্ট স্থানে কোরবানির জন্য বাধ্য করা হচ্ছে না। বিষয়টি যখন শুরু হয়ে কার্যকরে কিছুটা সময় লাগবে । একদিনেই মানুষের পরিবর্তন সম্ভব নয়। মানুষের দূরবর্তী স্থানে যাওয়া ও জায়গা সঙ্কুল হওয়ার কারণে তারা বিষয়টি কিছুটা শিথিলতার সঙ্গেই দেখছেন। ধীরে ধীরে বিষয়টি তারা বাস্তবায়নের চেষ্টা করবেন। তবে কোরবানির পর পরিচ্ছন্নতার প্রতি তারা যথেষ্ট চেষ্টা করবেন।
চট্রগ্রাম সিটি করপোরেশন ৭২ টি স্থান নির্দিষ্ট করলেও একই চিত্র দেখা গেছে চট্রগ্রাম শহরে।
তবে সিটি করপোরেশনের পক্ষ থেকে স্বে”চাসেবক কর্মীরা তাদের দায়িত্ব পালনে সচেতন রয়েছেন।