খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
যুক্তরাষ্ট্রে আড়াই হাজারের বেশি মসজিদের উদ্যোগে ৭ হাজারেরও বেশি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মুসলিম আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা ‘কেয়ার’, ‘ইকনা’ এবং মুসলিম ফাউন্ডেশন এই তথ্য জানিয়েছে।
এবারের ঈদে নিউ ইয়র্ক অঞ্চলের পাবলিক স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।এর আগে পাবলিক স্কুলে ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে নিউ জার্সি, ম্যাস্যাচুসেটস, কানেকটিকাট এবং পেনসিলভেনিয়ার কয়েকটি এলাকায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঈদ পালন করেছেন নিউ ইয়র্কে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রবাসী কল্যাণ মন্ত্রী নূরল ইসলাম বিএসসি নিউ ইয়র্কের বাংলাদেশিদের পরিচালিত জ্যামাইকা ঈদ জামাতে অংশ নিয়েছেন।