Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
46চিকিৎসা ক্ষেত্রে নতুন ইতিহাস সৃষ্টি করলেন চিকিৎসকরা। তাদের অক্লান্ত প্রচেষ্টা ও গবেষণায় অবশেষে কারও সাহায্য ছাড়াই হাঁটলেন অচল (প্যারালাইজড) মানুষ অ্যাডম ফ্রিটজ। মতিষ্ক থেকে সিঙ্গাল নিয়ে অ্যাডামের হাঁটুতে প্রতিস্থাপনের মাধ্যমে এই অসাধ্য সাধন করেছেন তারা।
৪ বছর আগে মটরবাইক চালাতে গিয়ে প্যারাইজড (অচল) হন অ্যাডাম। সব সময় ছুটে বেড়ানো ২৬ বছর বয়সী এই ব্যক্তি বন্দী হয়ে যান নিয়তির কাছে। কিন্তু আশা ছাড়েননি; স্বপ্ন দেখতেন আবারও একদিন হাঁটবেন। অবশেষে তার স্বপ্ন সত্যি হয়েছে। কারও সাহায্য ছাড়াই প্রায় ৪ মিটার হেঁটেছেন তিনি। এ ব্যাপারে অ্যাডম বলেন, ‘যখন আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবেন তখন আবারও সুস্থ হওয়ার স্বপ্ন আপনি নিশ্চয় দেখবেন। আমিও সেটাই করেছি। যখন দেখলাম এটা সত্যি সত্যি হয়েছে। তখন আমি আনন্দে কেঁদেছি। কারণ স্বপ্ন সত্যি হয়েছে আমার। এটা অবিশ্বাসও।’
সফল অস্ত্রোপচারের পর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার নিউরোলোজিস্ট ডা. আন ডো বলেন, ‘প্যারালাইজড হওয়ার পর কয়েক বছর পরও মস্তিষ্কের ব্রায়েনওয়েব শক্তি সঞ্চার করতে পারে। যেটা আপনাকে হাঁটতে সাহায্য করবে। স্পাইরাল কর্ড ইনজুরির পরও যে ব্রায়েন-কন্ট্রলের মাধ্যমে হাঁটা যায় এটাই প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা।’
মস্তিষ্কের ব্রায়েনওয়েব থেকে সিঙ্গাল হাঁটুতে প্রতিস্থাপন করে অচল মানুষকে হাঁটানোর ঘটনাকে মাইলস্টোন হিসেবেই দেখছেন চিকিৎসা বিজ্ঞানীরা। তবে সুস্থ হয়ে উঠার পথ সহজ ছিল না অ্যাডামের জন্য। অনেক চেষ্টা করতে হয়েছে তাকে। কারণ ১৯ বারের প্রচেষ্টায় শেষ পর্যন্ত একা হাঁটতে সক্ষম হয়েছেন এই ব্যক্তি।