খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
বিএনপির সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ভারপ্রাপ্ত সুপার মিজানুর রহমান জানান, পাপিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময় করা মোট ১৪টি মামলায় জামিন হয়। মুক্তির আগ পর্যন্ত তিনি এ কারাগারের রজনীগন্ধা ভবনে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন। বৃহস্পতিবার তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছলে যাচাই-বাছাই করে সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়। গত ১৬ই জুন পাপিয়াকে এই কারাগারে নেওয়া হয় বলে জানান তিনি।