Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
23মাত্র ২০ ঘণ্টার মধ্যে কোরবানি পশুর বর্জ্য অপসারণে সফলতা দেখিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্ন বিভাগ।
শুক্রবার কোরবানির পর সকাল ১০টা থেকে বর্জ্য অপসারণ শুরু করে চসিকের ২ হাজার কর্মী। সকাল ১০টা থেকে শুরু করে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২০ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ডের সব এলাকা থেকে কোরবানির বর্জ্য অপসারণ করে পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সক্ষম হয়েছে করপোরেশনের কর্মীরা।
চসিকের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি শৈবাল দাশ সুমন জানান, কোরবানির আগেই মেয়র আ জ ম নাছির উদ্দিন দিনের মধ্যেই নগরীর সব এলাকার কোরবানির পশুর বর্জ্য অপসারণের কঠোর নির্দেশনা দিয়েছিলেন। নগরবাসীকেও মেয়র প্রতিশ্র“তি দিয়েছিলেন দিনের বর্জ্য দিনের মধ্যেই অপসারণ করা হবে। মেয়রের এই প্রতিশ্র“তি রক্ষায় সিটি করপোরেশনের দুই হাজারের বেশি পরিচ্ছন্ন কর্মী বিরতিহীন কাজ করে মাত্র ২০ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছে।
শুক্রবার সকালে কোরবানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সকাল ১০টা থেকে পশুর বর্জ্য অপসারণ শুরু করে কর্মীরা। বর্জ্য অপসারণ কার্যক্রমকে গতিশীল ও নির্বিঘেœ করতে নগরীর ৪১টি ওয়ার্ডকে চারটি জোনে ভাগ করে কার্যক্রম চালানো হয়। এছাড়া ঈদের দিন সকাল থেকে বর্জ্য সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য চারটি পৃথক কন্ট্রোল রুম চালু করা হয়। দু’হাজার পরিচ্ছন্ন কর্মী বিভিন্ন ধরনের ২০৮টি গাড়ির সাহায্যে কোরবানির পর পরই বর্জ্য অপসারণ শুরু করে শনিবার সকাল ৬টার মধ্যে নগরীর সব ওয়ার্ডের সব ধরনের পশুর বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী জানান, আমরা কোরবানির পশুর বর্জ্য অপসারণ সম্পন্ন করেছি। নগরীর কোথাও কোন পশুর বর্জ্য নেই। তবে কিছু কিছু এলাকায় দুর্গন্ধ রয়েছে। সিটি করপোরেশন দুর্গন্ধ ও জীবাণুমুক্ত রাখতে প্রতিটি ওয়ার্ডে ব্লিচিং পাউডার সরবরাহ করেছিল। কিন্তু এর পরও কিছু কিছু এলাকায় দুর্গন্ধ রয়ে গেছে স্বীকার করে পরিচ্ছন্ন কর্মকর্তা বলেন, সব কাজ একা সিটি করপোরেশনের করা সম্ভবও নয়। নিজ বাসা-বাড়ির সামনে দুর্গন্ধ ছড়ালে আমরা নিজেরা চাইলে কিছু ব্লিচিং পাউডার কিনে ছিটিয়ে দিতে পারি। এতে আমরা সবাই ভালো থাকব।
এর পরও নগরীর কোথাও কোনো কোরবানির পশুর বর্জ্য দেখা গেলে তাৎক্ষণিক যোগাযোগের জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে (৬৩৩৬৪৯, ৬৩০৭৩৯, ০১৭১২-২৫২৬১৫, ০১৮৪২-১৯৯১৯৯) যোগাযোগ করতে অনুরোধ করছি।