খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাত্রীবাহী ইজিবাইক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয় সদস্যসহ সাতজন নিহত হয়েছেন। ঈদের পরদিন আজ শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন খোকন শিকদার, তাঁর মা কাতেবুন্নেসা, স্ত্রী চায়না বেগম, তাঁর শিশুমেয়ে ইতি, ছেলে সাকিব ও ইজিবাইক চালক আকরাম। নিহত আরেকজনের নামা জানা যায়নি।
নিহতদের স্বজনদের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, সকালে যাত্রীবাহী একটি ইজিবাইক গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া যাচ্ছিল। শিবপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো দুজন। নিহতদের ছয়জন একই পরিবারের সদস্য। তাঁদের বাড়ি খুলনায়। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গোপালগঞ্জের তেলিগাতি ইউনিয়নে তাঁরা যাচ্ছিলেন।