খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহাসড়কে তিন চাকার বাহন দেখলেই আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকায় তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী মহাসড়কে দায়িত্ব পালনে অবহেলার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের ভর্ৎসনাও করেন।
গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মন্ত্রী কুমিল্লা যাওয়ার পথে মহাসড়কের উল্লিখিত স্থানে অবাধে ওই সব যানবাহন চলাচল করতে দেখেন। এ সময় গাড়ি থামিয়ে চালকদের নিষিদ্ধ যান নিয়ে মহাসড়কে উঠতে নিষেধ করেন। তিনি পুলিশকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন না করায় তাদের ভর্ৎসনা করেন।