খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গি সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে আসাম পুলিশ। তাদেরকে আসামের চিরাঙ্গ জেলায় একটি পাহাড়ের জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে পুলিশ।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, নূর মোহাম্মদ, মালেক শেখ, মোস্তফা মণ্ডল, হাফিজুর আরী, সুলাইমান আলী ও মফিজুল ইমলাম।
চিরাঙ্গ জেলার এসপি রঞ্জণ ভুবন জানান, এই গ্রুপটির সঙ্গে জেএমবির কার্যকলাপের মিল পাওয়া গেছে। এদের মধ্যে একজনের নাম আশিক। যার সঙ্গে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেএমবির সংযোগ আছে বলে আমারা ধারণা করছি।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে কিছু অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। তারা আরো ৪ জনকে খুঁজছেন।
গত বছরে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বোমা বিষ্ফোরণের সঙ্গে জেএমবির যোগসূত্র তদন্ত করছে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
ওই বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে এখন পর্যন্ত ১০ ব্যক্তিকে গ্রেফতার করেছে এনআইএ।