খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
ক্রীড়াঙ্গনসহ দেশের সর্বত্রই ঈদের খুশিতে মাতোয়ারা। এই খুশিতে যোগ দিলেন ভারতে অবস্থানরত বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা।
কর্ণাটকের মহীশূরে স্থানীয় একটি মসজিদে ঈদের নামাজ আদায় করার পর সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় দলের অলরাউন্ডার সাব্বির রহমান। শুধু খেলোয়াররাই নয় তাদের সঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদও আছেন।
প্রসঙ্গত, আগামী ২৭ সেপ্টেম্বর ব্যাঙ্গালুরে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে নাসির-সাব্বিররা। এর আগে ১ দিনের ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে সিরিজ হারে ও মহীশুরে কর্ণাটকের বিপক্ষে ৩ দিনের ম্যাচেও হেরে যায় বাংলাদেশ ‘এ’ দল।