Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
57বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে আসবেন দলটির অফস্পিনার নাথান লিয়ন। টাইগারদের বিপক্ষে অজিদের বোলিং আক্রমণকে সামনে থেকে নেতৃত্ব দিতে চান তিনি। তবে, টাইগারদের সহজ কোনো প্রতিপক্ষ ভাবছেন না অজি এ স্পিনার।
অজিদের অভিজ্ঞ বোলার হিসেবেই আসছেন লিয়ন। ৪৬ টেস্ট খেলে দলের হয়ে তিনি ১৬২ উইকেট দখল করেছেন। দুই ইনিংস মিলিয়ে সাতবার ৫ উইকেট করে নিয়েছেন।
অভিজ্ঞ এ স্পিনার আসন্ন সিরিজ প্রসঙ্গে জানান, দলের বোলিং আক্রমণকে সামনে থেকে নেতৃত্ব দেওয়াটা হবে আমার জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ। শুধু বোলিংয়েই নয়, আমি দলের নতুন অধিনায়ক স্টিভেন স্মিথ আর সহ-অধিনায়ক অ্যাডাম ভোজেসকে মাঠে পরামর্শ দিয়েও দলকে সহায়তা করব। বাংলাদেশ সফরে যাদের যাদের সাহায্যের প্রয়োজন আমি তাদেরই সহায়তা করব।
তিনি আরও যোগ করেন, বাংলাদেশ সফরকে আমি নিজের ক্যারিয়ারের একটি নতুন ধাপ হিসেবে ধরে নিচ্ছি। এ সফরটা আমার ক্রিকেট ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। তার বদলি হিসেবে টাইগারদের বিপক্ষে খেলতে আসবেন জেমস ফকনার। ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে জানানো হয়েছে, ২২ বছর বয়সী কামিন্স লম্বা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন। কিন্তু, বোলিং মার্কে ফিরে নিজেকে ফিট প্রমাণিত করতে পারেননি তিনি। সঙ্গে রয়েছে পুরোনো ইনজুরি।
কামিন্সের ছিটকে পড়া প্রসঙ্গে লিয়ন বলেন, তাকে হারানো দলের জন্য বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ মুহূর্তে পেস বোলিং অ্যাটাক আমাদের কিছুটা দুর্বল। তাই বাংলাদেশ সফরে নিজেদের প্রমাণ করার জন্য সুযোগ থাকছে পিটার সিডল, মিচেল স্টার্ক আর অ্যান্ড্রিউ ফেকেতির। ও’কিফি আমার সঙ্গে স্পিন আক্রমণে থাকবে। আমাদের দু’জনের সম্পর্ক বেশ ভালো। তাই পেসারদের পাশাপাশি দলের জয়ে তুলে নিতে আমরা বোলিং আক্রমণে নেতৃত্ব দেব।
বাংলাদেশকে নিজেদের মাটিতে হারানো বেশ কঠিন চ্যালেঞ্জ হবে বলে বিশ্বাস করেন লিয়ন। টাইগারদের প্রশংসা করে তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ দারুণ খেলে চলেছে। আর তাদের নিজেদের মাটিতে দলটি অনেক কঠিন প্রতিপক্ষ। তবে, বিশ্ব ক্রিকেটে আমরা এক নম্বরে রয়েছি। অ্যাওয়ে ম্যাচে আমরা নিজেদের সেরাটা দিয়েই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিততে চাই।
টাইগারদের বিপক্ষে আসন্ন সিরিজে মাঠে নামার আগে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে নাস্তানাবুদ হয় অস্ট্রেলিয়া। সেটিকে ভুলে যেতে চান লিয়ন, ‘আমরা অ্যাশেজের পরাজয়কে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাই। বাংলাদেশের বিপক্ষে একটি ভালো সূচনা করতে চাই। আর তাই প্রতিটি ক্রিকেটারের জন্যই আসন্ন সফরটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
২৮ সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে অজি ক্রিকেট দল। ০৯-১৩ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট ও ১৭-২১ অক্টোবর মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলে দেশে ফিরবে সফরকারীরা।
আন্তজার্তিক ক্রিকেট থেকে মাইকেল ক্লার্ক অবসর নেওয়ায় স্মিথের নেতৃত্বে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। অনেকটা তারুণ্যনির্ভর দল নিয়েই বাংলাদেশ সফরে আসবে অজিরা। ক্লার্ক ছাড়াও রায়ান হ্যারিস, ক্রিস রজার্সের মতো ক্রিকেটাররা অবসরে যাওয়ায় এ দলটিকে অনেকটা অনভিজ্ঞ বলা চলে। সম্প্রতি শেন ওয়াটসনও টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। ইনজুরিতে ছিটকে পড়েছেন প্যাট কামিন্স।
অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যাডাম ভোজেস (সহ-অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফ্ট, জো বার্নস, জেমস ফকনার, অ্যান্ড্রিউ ফেকেতি, উসমান খাজা, নাথান লিওন, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল, স্টিফেন ও’কিফি, পিটার সিডল ও মিচেল স্টার্ক।