খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
ঝিনাইদহের শৈলকুপায় কুমার নদ থেকে অজ্ঞাত পরিচয় এক নরীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে বারইপাড়া গ্রামে আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর লাশটি পাওয়া যায় বলে জানান শৈলকুপা থানার ওসি হাশেম খান।
তিনি বলেন, সকালে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
“ওই নারীর পরনে সালোয়ার কামিজ ছিল।”
তাকে ৪-৫ দিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।