খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
কোনো সংঘাত-সংঘর্ষ ও নিরাপত্তা সতর্কতা না থাকার পরও বাংলাদেশ সফর সাময়িক স্থগিতে বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার রাতে ক্রিকেট অস্ট্রেলিয়া নিরাপত্তার বিষয়টি বিসিবিকে অবহিত করেছে। জবাবে বিসিবি ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানিয়েছিল, অসি ক্রিকেটারদের জন্য বিশেষ কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এ অবস্থায় তাদের সফর বিলম্বিত হওয়াটা সত্যি বিস্ময়কর। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকইনফোর সঙ্গে এক প্রতিক্রিয়ায় এই বিস্ময় প্রকাশ করেছেন। তবে তিনি আশা করেছেন দ্রুতই এই ইস্যুর সমাধান হবে এবং তাদের ট্যুর দীর্ঘ সময়ের জন্য বিলম্বিত হবে না। জালাল ইউনুস বলেছেন, ‘আমরা বিস্মিত যে সিএ এমন গণমাধ্যমে এমন একটি বিজ্ঞপ্তি দিয়েছে। দেশে কোনো সংঘাত-সংঘর্ষ নেই, নিরাপত্তা নিয়ে কোনো সতর্কতাও নেই দেশজুড়ে। যেসব বিষয়ে তারা দৃষ্টি আকর্ষণ করেছে তার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। সিএ’র নিরাপত্তা প্রধান সিন ক্যারোল আগামীকাল বিকেলে (রবিবার) ঢাকায় আসছেন। তিনি নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন। আমি মনে করি তারা আসবে। এবং বিলম্ব বেশি দীর্ঘায়িত হবে না।’ বাংলাদেশে এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এর আগে সাফল্যের সঙ্গে বেশ কয়েকটি সিরিজ আয়োজন করেছে বিসিবি। এ অবস্থায় অস্ট্রেলিয়া সফরের দিকে দেশের মানুষ মুখিয়ে রয়েছে বলে উল্লেখ করেছেন জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘অবস্থা এর চেয়ে খারাপ ছিল ২০১৪ সালের শেষ দিকে। ২০১৪ সালের শুরুর দিকে আমরা টোয়েন্টি২০ বিশ্বকাপ ও এশিয়া কাপ আয়োজন করেছি। অথচ এর কিছুদিন আগেই অনেক রাজনৈতিক সহিংসতা বিরাজমান ছিল। সেই তুলনায় এখন অনেক শান্তিপূর্ণ সময় পার হচ্ছে।’ উল্লেখ্য, ২০১৪ সালের শেষ দিক থেকে বাংলাদেশ ঘরের মাটিতে জিম্বাবুয়ে, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলেছে। এরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল। সেই সিরিজের আগে নিরাপত্তার অজুহাতে আপাতত সফর স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।