Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
28খেলার সময় হাঁটুতে চোট পেয়েছেন ফুটবল তারকা লিওনেল মেসি। খেলার কিছুক্ষণের মধ্যেই মেসিকে যেতে হয়েছে হাসপাতালে। আজ শনিবার লা লিগার খেলায় লাস পালমাসের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। খেলা শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই হাঁটুতে চোট পান তিনি। এরপর আর খেলায় ফিরতে পারেননি মেসি। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এরপরই হাঁটুর চোট পরীক্ষার করার জন্য মেসিকে হাসপাতালে যেতে হয়েছে। তিন গোল দিয়ে চলতি মৌসুমের লা লিগায় দারুণ যাত্রা শুরু করেছেন মেসি। লুইস সুয়ারেজ ও নেইমারকে নিয়ে বার্সার আক্রমণভাগের নেতৃত্ব মেসির কাছেই। মাঠ ছেড়ে চলে যাওয়ার পর মেসির জায়গায় নামেন তরুণ মুনির এলহাদ্দাদি। শেষ পর্যন্ত লাস পালমাসের বিরুদ্ধে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। বার্সেলোনার পক্ষে দুটি গোলই করেন লুইস সুয়ারেজ, খেলার ২৪ ও ৫৪ মিনিটে। লাস পালমাসের পক্ষে ৮৮ মিনিটে এক গোল পরিশোধ করেন জোনাথন ভিয়েরা।