Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
46ভারতের ঝাড়খন্ড রাজ্যে এক মন্দিরের পাশে কোরবানির কথিত নিষিদ্ধ গোশত পাওয়ার অভিযোগে তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত শনিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। রাজধানী রাঁচির ডোরেন্ডা-হিনু এলাকায় এ ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়।
রাঁচিতে পুলিশের ডিআইজি অরুণ কুমার সিং জানান, ‘গোলযোগ সৃষ্টির অভিযোগে ৭০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।’ ডিআইজি জানান, সংশ্লিষ্ট এলাকায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ (সিআরপিএফ) জওয়ান মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী রঘুবর দাস উত্তেজনাপ্রবণ এলাকা পরিদর্শন করে লোকদের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি গুজবে কান না দেয়ারও আবেদন জানান।
উল্লেখ্য, ঈদুল আযহার শুক্রবার রাতে শহরের ডোরেন্ডা-হিনু এলাকায় একটি মন্দিরের পাশে এক টুকরো গোশত পাওয়া যায়। অভিযোগ ওঠে গোশতটি কেউ মন্দিরে দিকে লক্ষ্য করে নিক্ষেপ করে। ফলে হিন্দু সম্প্রদায়ের কয়েকশ’ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার প্রতিবাদে শনিবার রাঁচি বন্ধের ডাক দেয় ক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়। বনধ সমর্থকরা জোর করে দোকান বন্ধ করে দেয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে পাথর ছোঁড়া শুরু হয়। সকালে শহরের বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালায় প্রতিবাদকারীরা। দুর্বৃত্তরা দোকানসহ কয়েকটি প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। উত্তেজিত জনতা পুলিশের উপরে পাথর ছুঁড়লে কয়েকজন জওয়ান এবং সাংবাদিক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে নিরাপত্তা বাহিনী কয়েকটি স্থানে লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ফাটায়। সূত্র : দৈনিক সিয়াসত উর্দু, রেডিও তেহনার।