Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
52পাপনবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, নির্দিষ্ট করে বাংলাদেশ নয়, পুরো ভারতীয় উপমহাদেশজুড়েই নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছে অস্ট্রেলিয়া। রোববার দুপুরে ঢাকায় অস্ট্রেলীয় হাইকমিশনে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা বিষয়ক প্রধান শন ক্যারলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে তাদের ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর পিছিয়ে দেওয়ার কথা জানায়। এই অবস্থায় রোববার সকালে ঢাকায় আসেন শন ক্যারল। তার সঙ্গে বৈঠক করতে হাইকমিশনের যান বিবিসি সভাপতি। বৈঠক শেষে পাপন সাংবাদিকদের বলেন, ‘নির্দিষ্ট করে বাংলাদেশ নয়, তাদের আশঙ্কা উপমহাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। অস্ট্রেলিয়া সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা সফর পিছিয়ে দিয়েছে। তবে তাদের কাছে কী তথ্য আছে তা বলেননি।’ তিনি বলেন, ‘আমরা বলেছি বাংলাদেশ নিরাপদ। আজ তারা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও এনএসআইয়ের কর্মকর্তাদের সঙ্গে বসবেন। কাল স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে বসবেন। তবে আমি এ সফর পিছিয়ে দেওয়ার কোন কারণ দেখছি না।’ দুই টেস্টের সিরিজ খেলতে সোমবার বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু তার আগে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে সফর পেছানোর কথা জানানো হয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়, অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি) সেদেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করায় ক্রিকেট দলের বাংলাদেশ সফর পেছানো হয়েছে। এর আগে রোববার এ বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে এ সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার আশঙ্কাকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে আরও বলা হয়, ডিএফএটি গত শুক্রবার বাংলাদেশ সম্পর্কে তাদের সর্বশেষ সতর্কতা জারি করে প্রতিবেদন দেয়, যেখানে বলা হয়, ‘নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বাংলাদেশে জঙ্গিরা অস্ট্রেলিয়ানদের ওপর হামলার পরিকল্পনা করছে।’ ডিএফএটির প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের ‘অনিশ্চিত রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি’র কারণে দেশটিতে অস্ট্রেলিয়ানদের সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা উচিত। প্রসঙ্গত, দুই টেস্টের সিরিজ খেলতে স্টিভ স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সোমবার বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া সফর পিছিয়ে দেওয়ায় সোমবার তারা রওয়ানা হচ্ছে না। এই সফরের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩ অক্টোবর নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতিমূলক ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর শুরু হবে। এরপর আগামী ৯ অক্টোবর থেকে চট্টগ্রামে প্রথম টেস্ট ও ১৭ অক্টোবর থেকে ঢাকায় দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে। তবে অস্ট্রেলিয়া দল সফর পিছিয়ে যাওয়ায় কবে তারা বাংলাদেশে আসবে এবং সফরের ম্যাচগুলো আগের সূচি অনুযায়ী হবে কি-না সে বিষয়ে অস্ট্রেলিয়া বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।