খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
গাজীপুরের কালিয়াকৈরে বন্ধুর হাতে খুন হয়েছেন মাসুম নামে এক কলেজছাত্র। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
মাসুম কালিয়াকৈরে উপজেলার লতিফপুর গ্রামের নুরুল ইসলাম নবীর ছেলে। সে কালিয়াকৈর ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। আটক অমিত (২০) লতিফপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও পারভেজ (২৪) ময়নালের ছেলে।
রোববার ভোরে কালিয়াকৈরে উপজেলার লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার রাতে মাসুম তার বন্ধু পারভেজ ও অমিতকে নিয়ে নিজ বাসায় নেশা করে। নেশার এক পর্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ঘুমন্ত মাসুমকে একটি কাঁচি দিয়ে ভোরে এলোপাথারিভাবে কোপায় পারভেজ ও অমিত। এ সময় মাসুমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের আটক করে এবং মাসুমকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। হাসপাতালে নেওয়ার পথে মাসুমের মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।