Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
70ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদল সভাপতি মো. আবদুর রাজ্জাককে হত্যার প্রতিবাদ জানিয়েছে বিএনপি। অবিলম্বে রাজ্জাকের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।
রোববার এক বিবৃতিতে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ প্রতিবাদ জানান। দেশের চলমান রাজনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে রিপন বলেন, যখন দেশের মানুষ পরিবার-পরিজনদের নিয়ে পবিত্র ঈদুল আজহা পালন করছে তখনই সরকার দলীয় পেটুয়া বাহিনী দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হত্যা, নির্যাতন থেকে বিরত না থেকে মানুষ হত্যা করে তারা ঈদ উদযাপন করছে। বিরোধী নেতাকর্মীদের অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার নির্যাতন নিত্যদিনের রুটিন ওয়ার্কে পরিণত করেছে। হত্যা, গ্রেপ্তার, নির্যাতন বন্ধ করে দেশে স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপির মুখপাত্র।
উল্লেখ্য, ঈদের দিন রাত ১২টায় ভোলার চরফ্যাশনে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুর রাজ্জাককে চেয়ারম্যান বাজার এলাকায় ধরে নিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে নির্মমভাবে পেটায় স্থানীয় ছাত্রলীগ নেতারা। পরে ইট দিয়ে তার পুরো শরীর থেঁতলে দেয়। সেখান থেকে রাজ্জাককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।