খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
ক্তরাষ্ট্রের উইসকনসিনের নেইলসভিলের এক শস্যাগারে কুড়ি বছরের ক্ষেত মজুর গিদিয়োন গাধার সঙ্গে যৌনকর্ম করার সময় তার মালিকের কাছে ধরা পড়েছে। গত পহেলা সেপ্টেম্বর এ ঘটনা ঘটার পর গিদিয়োনের অন্তত ৯ মাস কারাদ- ও ৬ হাজার পাউন্ড জরিমানা হতে পারে। গিদিয়োনের মালিক তার এ অপকর্ম হাতে নাতে ধরার পর তাকে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ গিদিয়োনের বিরুদ্ধে গাধার সঙ্গে যৌনকর্ম করা ছাড়াও প্রাণি অধিকার ভঙ্গের গুরুতর অভিযোগ এনেছে। আদালতে গিদিয়োন স্বীকার করে যে সে এধরনের অপকর্ম করেছে। বিচারক ও পুলিশের পক্ষ থেকে কেন সে এধরনের অপকর্ম করেছে তা জানতে চাইলে গিদিয়োন জানায়, ওইদিন বিকেলে একটি মাদি গাধা শস্যাগারে এলে সে তার কাছে যায় ও তাকে আদর করতে থাকে। এসময় গাধা ও গিদিয়োন দুজনেই উত্তেজিত হয়ে পড়ে। আদালতে লিখিত আর্জিতে গিদিয়োন জানায়, ওই সময় তার ব্যক্তিগত অঙ্গ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সে গাধাটির সঙ্গে এমন অপকর্মে লিপ্ত হয়ে পড়ে।
পুলিশের কাছে গিদিয়োন এও স্বীকার করে সে জীবনে এই প্রথমবারের মত এ ধরনের অপকর্ম করেছে। তবে বিচারের জন্যে গিদিয়োনকে আগামী বুধবার ফের আদালতে তোলা হচ্ছে। সান/মিরর/ডেইলি মেইল/ডেইলি স্টার