Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
87এ বছর পঞ্চমবারের মতো ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস বাট ব্রাজিল-২০১৫’ প্রতিযোগিতা। প্রতিবারের মতো এবারও দেশটির বিভিন্ন প্রদেশ থেকে প্রাথমিক বাছাইয়ে অংশ নিয়েছেন সুন্দর ও পরিপাটি বাটের (মোটা নিতম্ব) অধিকারী ২৭ তরুণী।
২৭ প্রতিযোগী নিয়ে এরই মধ্যে ফটোশ্যুট শেষ করেছে আয়োজকরা। শপিংমল, রেলস্টেইন, ব্যস্ততম রাস্তা ও বাসসহ নানা জায়গা হয়েছে ফটোশ্যুট। তবে চূড়ান্ত প্রতিযোগিতা হবে নভেম্বরে। প্রাথমিক বাছাই শেষে ফাইনাল বা মূলপর্বে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন ১৫ সুন্দর নিতম্বের অধিকারী নারী। পরে সেখান থেকে সেরাকে নির্বাচিত করবেন বিচারকরা।
উল্লেখ্য, দেশটির প্রত্যেকটি প্রদেশ থেকে একজন করে প্রতিযোগী অংশ নেয় জনপ্রিয় এই প্রতিযোগিতায়। বিজয়ীরা দেশের নামী কোম্পানির হযে মডেলিংয়ের সুযোগ পান। এ ছাড়া ম্যানজ ম্যাগাজিনে বিজয়ীকে নিয়ে প্রকাশ করা হয় ফিচার।
ব্রাজিলে কত রকমের প্রতিযোগিতা যে হয় তার ইয়াত্তা নেই। এখানে যেমন বৈধ প্রতিযোগিতা হয়, তেমনি অবৈধ নানা প্রতিযোগিতাও হয়। যেমন : ঢাক-ডোল-বাদ্যি বাজিয়ে পরিচালিত হয় বিশ্বের সবচেয়ে ‘নোংরা’ প্রতিযোগিতা। ব্রাজিলের বাহিয়া রাজ্যে র‌্যাফেল ড্র ও বিঙ্গো খেলা শেষে পুরস্কার হিসেবে জয়ীকে দেওয়া হয় ‘নারী’।
ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলের দেশেই হয়ে থাকে পৃথিবীর জঘন্যতম এই প্রতিযোগিতা। বিভিন্ন স্থান থেকে অপহরণ করে আনা শিশু ও নারীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণে বাধ্য করা হয়। বিষয়টা এমন সবাই সবকিছু জানে, বলার বা প্রতিবাদ করার কেউ নেই। সবকিছু যেন বন্দী মধ্যযুগীয় বরবর্তার জালে। প্রকাশ্য দিবালোকে বাহিয়া রাজ্যের শহর ইনক্রজিলহাডাতে হয় এ ধরনের প্রতিযোগিতা।
র‌্যাফেল ড্রর প্রত্যেকটি টিকিটের দাম ধরা হয় ৫ পাউন্ড। যদিও বাস্তবে এটার দাম আরও বেশি হয়ে থাকে। যখন র‌্যাফেল ড্রর টিকিট বাজারে ছাড়া হয় তখন আশপাশের লোকজন তা আনন্দের সঙ্গে কিনে। শুধু কি তাই, যখন ড্র অনুষ্ঠিত হয় তখন সবাই যথাসময়ে হাজির হয় অসহায় শিকারকে ধরে ‘আদিম খেলায়’ লিপ্ত হতে।