Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
10প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলার মানুষ শিখেছে- দুর্যোগের মধ্যেও কীভাবে বাঁচতে হয়, কীভাবে লড়তে হয়। রোববার নিউ ইয়র্কে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরুষ্কার ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ গ্রহণকালে এ কথা বলেন তিনি। জাতি সংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচির নির্বাহী পরিচালক অ্যাচিমস্টেইনার শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আমাদের জনগণের ঐকান্তিকতা ও দৃঢ়তার স্বীকৃতি এই পুরস্কার। তিনি এ পুরস্কার বাংলাদেশের মানুষের প্রতি উৎসর্গ করেন। পরিবেশ নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ২০০৪ সাল থেকে প্রতিবছর চারটি ক্যাটাগরিতে ‘চ্যাম্পিয়ন অফ দি আর্থ’ পুরস্কার দিয়ে আসছে জাতিসংঘ। চলতি বছর শেখ হাসিনাকে পরিবেশ বিষয়ক এই সর্বোচ্চ পুরস্কার দেওয়া হল ‘পলিসি লিডারশিপ’ ক্যাটাগরিতে।