Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
18নারীবান্ধব একটি উন্নত বিশ্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে রোববার লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে বিশ্ব নেতাদের বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমান সরকার রাজনীতি, বাণিজ্য, শ্রম বাজার ও উচ্চ শিক্ষায় নারীদের জন্য আরও সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে।যার ক্ষমতাকালে বাংলাদেশের স্পিকার ও বিরোধীদলীয় নেতাও একজন নারী।
জাতিসংঘের গৃহীত নতুন উন্নয়ন লক্ষ্যমাত্রায় নারী ও মেয়েদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে যে সাহস জোগানো হয়েছে সেই সুযোগ কাজে লাগাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সরকার এর মধ্যেই মানবপাচার বিশেষ করে নারী ও শিশু পাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, আমি এখানে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সামনে এগুনোর বিষয়ে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা দেখতে পাচ্ছি। চলুন, সকল ক্ষেত্রে লিঙ্গ সমতা অর্জনের আওয়াজ তুলি এবং আমাদের নারী ও মেয়েদের জন্য পৃথিবীকে আরও বাসযোগ্য করি।