খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
পুরো নাম ফ্রাঙ্ক টাইসন। কিন্তু নামের আগে যুক্ত করা হয়েছে ‘টাইফুন’। ‘টাইফুন টাইসন’ নামেই বিশ্ব ক্রিকেটে পরিচিত তিনি। মূলত চীন ও জাপান সংলগ্ন প্রশান্ত মহাসাগরে উৎপন্ন সাইক্লোনকে ‘টাইফুন’ বলা হয়। চীনা টাই-ফেং শব্দের অর্থ হলো দপ্রচন্ড বাতাসদ।
ইংল্যান্ড ও নর্দাম্পটনশায়ারের প্রাক্তন ফাস্ট বোলার ঝড়ো গতিতে বোলিং করতেন বলে তাকে ‘টাইফুন’ উপাধি দেওয়া হয়। ক্রিকেট ইতিহাসের দ্রুতগতির বোলারের একজন ছিলেন তিনি। ষাট দশকে বোলিং ক্রিজে ঝড় তোলা প্রাক্তন পেসার রোববার শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫। তিনি অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মাত্র ১৭ টেস্ট খেলা টাইসন নিজের ঝুলিতে অল্পসময়ে ৭৬ উইকেট পুরেন। প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ২৪৪ ম্যাচে নিয়েছেন ৭৬৭ উইকেট। ১৯৫৪-৫৫ অ্যাশেজে পাঁচ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮ উইকেট নিয়ে সবার নজর কেড়ে নেন ফ্রাঙ্ক টাইসন। অতিরিক্ত জোরে বল করার কারণে টাইসনের শরীরের ওপর চাপ পড়তো।
এ কারণে ৩০ বছর বয়সেই অবসর নিয়ে নেন তিনি। অবসরের পর অস্ট্রেলিয়ায় কিছুদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। পাশাপাশি ভিক্টোরিয়ার কোচিংও করান তিনি।