খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকারের দায়ে ভোলায় ৩১ জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ২৮ জেলেকে এক বছরের কারাদণ্ড ও তিনজনের প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন এ জেল-জরিমানা করেন।
সোমবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে জেলা প্রশাসন, মৎস বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে এসব জেলেকে আটক করা হয়।
সদর উপজেলার মৎস কর্মকর্তা পলাশ হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও ৫০ কেজি মাছ জব্দ করা হয়েছে।
জব্দকৃত জাল মেঘনা তীরে পুড়িয়ে ফেলা হয় এবং মাছ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে মেঘনার ১৫টি পয়েন্টে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।