Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
64সাপে কামড়ের চিকিত্সায় ব্যবহৃত বিশ্বের সবচেয়ে কার্যকর প্রতিষেধকগুলোর অন্যতম একটির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তাই বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এতে হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি বেড়ে যাবে। গত ০৮ সেপ্টেম্বর ২০১৫ যুক্তরাজ্য ভিত্তিক অনলাইন পত্রিকা বিবিসি সহ আরও অনেক পত্রিকায় এ তথ্য প্রকাশ করা হয়েছে হয়েছে।
সেখানে বলা হয়েছে, বর্তমানে আফ্রিকায় ১০ ধরনের সাপের দংশনের প্রতিষেধক হিসেবে এই ওষুধ কাজ করে। ২০১৬ সালের জুন মাসে এই ওষুধের সবশেষ মেয়াদ শেষ হয়ে হচ্ছে। ওষুধটির নাম ‘ফ্যাব-অ্যাফ্রিক’। বলা হয়ে থাকে, সাব সাহারা ও আফ্রিকা জুড়ে বিভিন্ন ধরনের সাপের কামর থেকে বাঁচতে ‘ফ্যাব-অ্যাফ্রিক’ একমাত্র নিরাপদ এবং কার্যকর ওষুধ।
ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি স্যানোফি জানিয়েছে, গত বছরই তারা বাজারে এই ওষুধের উৎপাদন ও সরবরাহ বন্ধ করে দিয়েছে। তবে বাজারে এর বিকল্প কিছু সাধারণ ওষুধ আছে যা খুব বেশি ক্ররযকর নয়।
এমএসএফ জানিয়েছে, স্যানোফি তাদের ফ্যাব অ্যাফ্রিকার প্রস্তুত প্রণালী অন্য একটি কোম্পানিকে দিতে আলোচনা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে ২০১৬ সাল শেষ হওয়ার আগে তা চূড়ান্ত হবে না বলে আশা করা হচ্ছে। এর অর্থ, আগামী বছরের জুনের পর অন্তত আরও দুই বছর এই ওষুধের কার্যকরী বিকল্প বাজারে আসবে না। ফলে এই সময়ে সাপের কামড়ে সাব সাহারার অগণিত মানুষকে মৃত্যবরণ করতে হতে পারে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ধারণা করা হয়, প্রতিবছর বিশ্বব্যাপী ৫০ লাখ মানুষ এর মধ্যে। তাদের মতে সর্প দংশন মূলত একটি অবহেলিত ইস্যু, যার ওপর আরও মনোযোগ ও বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক পাঁচ মিলিয়ন মানুষ সাপে কামড়ের শিকার হয়। ১০০০০০০ এর বেশি মারা যায় আর এখন থেকে বছরে ৩০ হাজার মানুষ শুধু সাহারায় মৃত্যুবরণ করবে।