Tue. Jul 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
39বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ৫টি ফিসিং ট্রলারসহ ৬১জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌ-বাহিনী। মংলা থানার অফিসার ইনচার্জ মো: লুৎফর রহমান জানান, মংলা বন্দরের হিরণপয়েন্ট সংলগ্ন বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে এলাকায় সোমবার রাতে অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। এ সময় ওই এলাকায় টহলরত নৌ-বাহিনী জাহাজ বিএনএস কর্নফুলি ভারতীয় ৫টি ট্রলার ও ট্রলারে থাকা ৬১ জেলেকে আটক করে। ট্রলারগুলো হলো এফ.বি ত্রিপদী, এফ.বি সত্য নারায়ণ, এফ.বি দাখিনা শহর, এফ.বি লক্ষী নারায়ণ ও এফ.বি প্রদীপ। এ সকল জেলেদের বাড়ী ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা এলাকায় বলে জানা গেছে। আটক ভারতীয় জেলেদের মঙ্গলবার দুপুরে দিগরাজ নৌঘাটি আনার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও বে আইনিভাবে মাছ শিকারের অভিযোগ পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। আটক ভারতীয় জেলেদেরকে বুধবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।