Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
47ঢাকায় এক ইতালীয় নাগরিককে হত্যা এবং ‘অব্যাহত হুমকি’ নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ‘ঘনিষ্ঠ যোগাযোগ’ রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইয়ে তারা বাংলাদেশকে ‘একটি শক্তিশালী আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদার মনে করে’ বলে মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়। বাংলাদেশে নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উদ্বেগের মধ্যে সোমবার সন্ধ্যায় ঢাকার কূটনীতিকপাড়া গুলশানে ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নেদারল্যান্ডসভিত্তিক এনজিও আইসিসিও কো-অপারেশনের ‘প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি’ কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন তাভেল্লা। মধ্যপ্রাচ্যে মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী একটি সংস্থা জানিয়েছে। তবে বাংলাদেশে এই গোষ্ঠীর তৎপরতার কথা নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই হত্যাকাণ্ড সম্পর্কে অবগত থাকার কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, “নিহতের পরিবার ও বন্ধু-বান্ধব এবং ইতালির প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।” এর আগে নাগরিকদের চলাচল সীমিত করার পরামর্শ দেওয়া মার্কিন দূতাবাস এবার সাবধানতা অবলম্বনের পাশাপাশি দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া নিরাপত্তা সংক্রান্ত সর্বশেষ তথ্যের দিকে চোখ রাখতে বলেছে।