Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
55ঢাকা: জঙ্গি হামলার নিরাপত্তা ইস্যুতে সফর পিছিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এদিকে, বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের। সেটিও বাতিল হতে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে। ক্রিকেট দলটির সঙ্গে এবার যুক্ত হতে চলেছে দেশটির জাতীয় ফুটবল দল। ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়া যদি বাংলাদেশ সফর বাতিল করে, তাহলে তাদের দেখানো পথে নিরাপত্তা ঝুঁকি নিয়ে অস্ট্রেলিয়া ফুটবল দলও বাংলাদেশ সফর করবে না। দেশটির ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে, ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকবে ফুটবল দলটি। বাংলাদেশ থেকে যে নিরাপত্তা পর্যবেক্ষক দল ফিরে গিয়েছে তাদের রিপোর্টের উপর ভিত্তি করে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচে অস্ট্রেলিয়া সফর করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মামুনুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সে ম্যাচটিতে হেরেছিল। ফিরতি লেগে বাংলাদেশ সফরে আসার কথা সকারুসদের। ১৭ নভেম্বর ঢাকায় ফিরতি লেগের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন দেশের ফুটবল আর ক্রিকেট ভক্তদের সঙ্গে দেশের ফুটবল ফেডারেশন এবং ক্রিকেট বোর্ড তাকিয়ে অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দলের প্রদান করা রিপোর্টের উপর।