Wed. May 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
63পশ্চিমা বিশ্বকে সম্প্রদায়িক জুজুর ভয় দেখিয়ে আওয়ামী লীগ সরকার অনেক কিছু লুটে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্ট আয়োজিত কক্সবাজার চট্রগ্রাম বৌদ্ধ মন্দির হামলার ও ধবংসের তৃতীয় বার্ষিকী উপলক্ষে গোল টেবিল বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার পশ্চিমা বিশ্বের কাছে মৌলবাদীর কথা বলে যে খাল কেটেছে সেখানেই তারা ডুবেছে।
ইতিহাসে ভুরি ভুরি প্রমাণ রয়েছে উল্লেখ কিরে তিনি বলেন, ৭১ সালের পর থেকে ২০১৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ সংখ্যালঘু শব্দ প্রচার করেছে, আর তারাই সবচেয়ে বেশি লুটপাট করেছে।
ড.মঈন বলেন, আজকে যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলছে তাদের কোন ধর্ম নেই।
‘ধর্ম নিরপেক্ষতার জিগির দিয়ে দেশে যা প্রতিষ্ঠা করেছে তা ধর্মহীনতা’ যোগ করেন তিনি।
রামুর ঘটনায় তদন্তের মাধ্যমে প্রমাণ করে দিয়েছি ছবি ও সাক্ষাতকার দিয়ে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ক্ষমতাসীন দলের নেতারা ন্যাকারজনক কাজ করেছে। একমাত্র আমরাই তথ্য প্রমাণ সহ অল্প সময়ে জনসমুক্ষে
প্রকাশ করেছি। আর সেই তদন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারেনি।
তিনি আরও বলেন, মন্দির পূর্ণনির্মাণ হয়েছে। কিন্তু প্রতিমা ও বিশ্বাস পূর্ণনির্মাণ হয়নি। আর তা সরকার জতই টাকা খরচ করে মন্দির নির্মাণ করুক হবে না।
বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্টের সভাপতি প্রকৌশলী পূলক কান্তি বড়ুয়ার সভাপতিত্ব আরও বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের আহ্বায়ক এডভোকেট গৌতম চক্রবর্তী, উপদেষ্টা প্রোফেসর ড. সুকোমল বড়ুয়া, বিএনপির নির্বাহী কমিটির সহ ধর্মীয় সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বৌদ্ধ ফ্রন্টের উপদেষ্টা সুশীল বড়ুয়া, সনদ কুমার তালুকদার প্রমুখ।