খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
মুম্বাই বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেবার ফোন আসলে মুম্বাই জুড়ে রেড অ্যালার্ট ঘোষণা করেছে রাজ্য সরকার। খবর জিনিউজের।
সোমবার গভীর রাতে উড়ো এই ফোন আসে। বিমানবন্দরের কন্ট্রোল রুমে ফোন করে জানিয়ে দেয়া হয় হামলার খবর। পরে ফোনটি ট্রেস করে জানা যায় এটি ইন্টারনেটের মাধ্যমে ফোন কলটি আসে।
ফোন করে অজ্ঞাত ব্যক্তি বলে, আন্ধেরিতে আমি কয়েকজন লোককে বলতে শুনেছি মুম্বাইতে ২৬/১১ মত হামলা হবে। মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বিস্ফোরক বোঝাই গাড়ি বিমানবন্দর টার্মিনালে ফেলে রাখা হবে।
ফোন পেয়েই পুলিশের গতিবিধি বেড়ে যায়। নেয়া বাড়তি নিরাপত্তা। বিমানবন্দর এলাকায় তল্লাসি চালানো হয়। কিন্তু কোনও বিস্ফোরক মেলেনি।