কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
ঠাকুরগাঁওয়ে এক মাদক ব্যবসায়ী আটক করেছে ডিবি। আজ (২৯ সেপ্টেম্বর) মঙ্গলবার শহরের ১২টায় গড়েয়া পেট্রোল পাম্পের পূর্ব পাশ থেকে সামিউল(২৬) নামে এক যুবককে প্রায় ১ কেজি গাঁজাসহ আটক করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল বাশার ও এসআই মজনুর নেতৃত্বে একটি টিম শহরের গড়েয়া পেট্রোল পাম্পের পূর্ব পাশে অভিযান চালিয়ে দিনাজপুর জেলার বিরগঞ্জ মচকুড়ি গ্রামের বাসিন্দা হযরত আলীর ছেলে সামিউল নামের এক গাঁজা ব্যবসায়ীকে ,দেশিয় অস্ত্র ও গাঁজা বিক্রির সরঞ্জামসহ হাতে-নাতে আটক করে।
এই বিষয়ে এস আই বাসার বলেন মদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং তাকে জেল হাজতে দেওয়া হবে। তিনি আরো বলেন ঠাকুরগাঁও বাসীকে সকল মাদক ব্যবসায়ীদের হাত থেকে মুক্ত রাখান চেষ্টা করবে ডিবি পুলিশ।