Wed. May 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
jamalpur picঠাকুরগাঁও সদর উপজেলা ১০নং জামালপুর ইউনিয়নের পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি সমমান পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও ১০ নং জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান দবিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ সাদেক কূরাইশী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর অফিসার কামরুল ইসলাম, সহ-কমিশনার (ভূমি) রাশেদুল হক প্রধান, রহিমানপুর ইউনিয়নের চেয়ারম্যান হান্নান হান্নু, জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, জেএসসির শিক্ষার্থী রিদওয়ান সরকার, এসএসসির শিক্ষার্থী আসাদুল হক প্রমূখ।

পরে ১২০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও ইউনিয়নের ভালো রেজাল্টের জন্য দুইটি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় জেলা পরিষদের প্রশাসক সাদেক কূরাইশী ৪ জন দারিদ্র মেধাবী শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করার আশ্বাস প্রদান করেন।