Wed. May 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
thakurgaonঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যেগে শারদীয় দূর্গাপূজা উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসীন আলী, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, থানা অফিসার ইনর্চাজ কেএম শওকত হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক ও সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইকরামুল হক, গিয়াস উদ্দিন, গৌতম চন্দ্র রায়, আয়ুব আলী চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফুল্ল কুমার রায়, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক গোপীকৃষ্ণ রায় প্রমূখ।

আসন্ন ২৩ অক্টবর থেকে অনুষ্টিত শারদীয় দূর্গাপূজা সুশৃংখ ও শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠান করার লক্ষ্যে উপজেলা ও পুলিশ প্রশাসন সকল প্রকার প্রস্তুতির আয়োজন রয়েছে বলে সভায় জানানো হয়েছে। এ উপজেলায় এবছরে ১১২টি পূজা মন্ডবে পুজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।