খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
রাজধানীতে সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২০ বছর বয়সী ওই শিক্ষার্থী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানিয়েছেন, গতকাল মঙ্গলবার রাতে কুড়িল এলাকায় ধর্ষণের শিকার হন।
আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন ওই শিক্ষার্থী। ওয়ার্ডে চিকিৎসার পর তাঁকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ওসিসির সমন্বয়ক বিলকিস বেগম বলেন, ‘একটি হোস্টেলে থেকে মেয়েটি পড়াশোনা করেন। গতকাল মঙ্গলবার ছুটি শেষে মেয়েটি ঢাকায় আসেন। ছয় মাস আগে মেয়েটির সঙ্গে আরিফুল ইসলাম সবুজ (৩২) নামের এক ব্যক্তির প্রেম হয়। মেয়েটি জানিয়েছে, গতকাল রাতে ঢাকায় নামার পর ওই ব্যক্তি মেয়েটিকে কুড়িল এলাকায় নিজ বাসায় নিয়ে যান। এর পরই ধর্ষণের শিকার হন মেয়েটি।’
বিলকিস জানান, মেয়েটিকে মারধর করা হয়েছে- এমনকি ওই ব্যক্তি দাবি করেছে যে ধর্ষণের চিত্র ধারণ করা হয়েছে। কাউকে কিছু জানালে এসব চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে ওই ব্যক্তি।
এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ‘আজ দুপুরে চিকিৎসার জন্য মেয়েটি হাসপাতালে আসে। যে এলাকায় ঘটনাটি ঘটেছে তা ভাটারা থানাধীন।’